এস এম আনিছুর রহমান, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২১ইং আগামীকাল রোজঃ শনিবার সকাল নয়টা ঘটিকার থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং বিকাল পাঁচটার সময় সমাপ্তি হবে।
চাঁদপুর হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে যারা লড়বেন।
দুইজন মেয়র, নৌকার প্রতীক নিয়ে, অসম মাহবুবুল আলম লিপন, ও ধানের শীষ প্রতীক নিয়ে, আব্দুল মান্নান খান বাচ্চু, এই বড় দুই দল মেয়র পদে লড়বেন এবং ও ৬৭ কাউন্সিলর প্রার্থীসহ মোট ৬৯জন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো হাজীগঞ্জ পৌর নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রেই ৩-স্তরের নিরাপত্তা থাকবে, ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ) থাকবে ১২জন, পুলিশ সদস্য মোতায়েন হবে ৩০০, পুলিশের স্পেশাল মোবাইল টিম থাকবে ১২টি, বিজিবি থাকবে -২ প্লাটুন, র্যাব মোতায়েন হবে।
হাজিগঞ্জ পৌরসভায় ভোটার সংখ্যা মোট ৪৫৩৪৮, পাচ্চিশ হাজার তিনশ’ আটচল্লিশ জন ভোটার এরমধ্যে,
পুরুষ ভোটার, ২২৯৫৫ জন ও মহিলা ভোটার ২২৩৯৩ জন।