মাইকেল নংরুম, জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গৌরীপুর এলাকা থেকে ৪০ পিস গাঁজাসহ একজনকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) রাতে জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নির্দেশনায় এস আই জাকির হোসেনের নেতৃত্বে, এ এস আই মোঃ মনিরুল ইসলাম, পুলিশ সদস্য ফরিদ আহমদ সঙ্গীয় ফোর্সসহ গৌরীপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী আকদ্দছ আলী (৬৪) কে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জুড়ী থানার (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস গাঁজাসহ আকদ্দছ আলী কে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে দুটি মামলা রয়েছে। তিনি মাদক নির্মূল ও চুরি-ডাকাতি রোধে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতাসহ পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।