মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমানের স্বাক্ষর জাল করায়
খাগড়াছড়িতে প্রতারক চক্রের দুই সদস্যকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। তারা হলেন— গুইমারা উপজেলার জালিয়াপাড়ার মোশাররফ করিম (৪০) ও একই এলাকার মো. নজরুল ইসলাম (২৩)।
মঙ্গলবার দুপুরে বিচারক সামিউল আলমের আদালত জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয় থেকে ওই দুইজনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, একটি প্রতারক চক্র ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে খাগড়াছড়ির জেলা প্রশাসক বরাবর ৮১টি কম্বলের জন্য আবেদন করেন। প্রতারকদের মাধ্যমে স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সদর থানায় জালিয়াতি ও প্রতারণা মামলা করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ জানান, প্রতারকদের আমলী আদালতে নেওয়া হলে বিচারক তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।