মিজানুর রহমান:
ইলিয়াস কাঞ্চন, দেশিয় সিনেমার এক জনপ্রিয় নাম। অভিনয় দিয়ে কাঁপিয়েছেন সিনেমা প্রাঙ্গণ। অবদান রেখেছেন সড়ক আন্দোলনেও। নিয়মিত না হলেও মাঝে মাঝে এখনো বড় পর্দায় হাজির হন এ অভিনেতা। ভক্তদের জন্য ভালো গল্পের সিনেমা করবেন, নতুন কোনো বার্তা দেবেন- এই উদ্দেশ্যেই চলচ্চিত্রে কাজ করে যেতে চান।
সম্প্রতি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সঙ্গে থাকছেন আরেক জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল। তারই প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মসের ব্যানারে কাজ করছেন দুজন। সিনেমার নাম ‘নেত্রী-দ্য লিডার’।
সিনেমা নিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) ইলিয়াস কাঞ্চন জাগরণ অনলাইনকে বলেন, “চরিত্রটি নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না। গল্পটি শুনে আমার ভালো লেগেছে। চরিত্রটিও পছন্দ হয়েছে। যে কারনে কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয়েছে কাজটি ভালো কিছু হবে। শীঘ্রই শুটিং শুরু করবো।”
৭ ফেব্রুয়ারি রোববার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্রের বিষয়ে জানান অনন্ত জলিল। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এ ছবিটি। এর পরিচালনার দায়িত্ব পেয়েছেন তেলেগু নির্মাতা উপেন্দ্র মাধব। পাশাপাশি বাংলাদেশের শুটিংয়ে নেতৃত্ব দেবেন অনন্ত জলিল নিজেই। তুরস্ক থেকেও এক পরিচালক থাকবেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্তত জলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে সিনেমার শুটিং হবে সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে। এরপর বাকি শুটিং হবে তুরস্কে।
সিনেমায় নেত্রীর চরিত্রে অভিনয় করছেন বর্ষা। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কাজী হায়াৎ ও ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশি অভিনয়শিল্পীদের তালিকার বাইরে রয়েছেন ভারতীয় অভিনেতাদের নামও। প্রদীপ রাওয়াত, কবির দুহান সিং, অভিনেতা তরুণ অরোরাকে দেখা যাবে নতুন এই সিনেমায়।
‘নেত্রী- দ্য লিডার’ ছাড়াও সরকারি অনুদানে রোজিনার পরিচালনায় নির্মিতব্য ‘ফিরে দেখা’ চলচ্চিত্রে রোজিনার বিপরীতে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন; ছবিটির দৃশ্যধারণ এখনো চলছে।