মিজানুর রহমান :
পপ গায়িকা রিহানা এবং গ্রেটা থুনবার্গের টুইটের পর আন্তর্জাতিক মহলে নতুন করে ভারতের কৃষক আন্দোলন নিয়ে কথা বলা শুরু হয়। এবার মুখ খুলেছেন অভিনেত্রী মিয়া খলিফাও। এমনকি এই আন্দোলন নিয়ে মিসেস ‘জোনাস’ ওরফে প্রিয়াঙ্কা চোপড়া কেন চুপ, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
গত সপ্তাহেই ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইট করে মিয়া খলিফা লিখেছেন, “মানবাধিকার কোন পর্যায়ে লঙ্ঘিত হচ্ছে? তারা কি দিল্লিকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করেছে?” কিছুদিন আগে তারকাদের এমন মন্তব্য বেশ অযাচিত হিসেবেই উঠে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। এমনকি তারকাদের এমন প্রতিবাদমূলক টুইটের বিপক্ষে অমিত শাহ থেকে শুরু করে শচীন টেন্ডুলকার পর্যন্ত কথা বলেছেন, সার্বভৌমত্বের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন।
এবার মিয়া খলিফা প্রশ্ন তুলেছেন জনপ্রিয় মার্কিন সংগীত লেখক নিক জোনাসের স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার দিকে। তার ধারণা, মিসেস জোনাসের মতো মানুষেরও এই ব্যাপারে কথা বলা উচিত। লেবানিজ-মার্কিন এই তারকা টুইট করেন, “মিসেস জোনাস কি এই ব্যাপারে কিছু বলবেন কখনো? আমি শুধু জানতে আগ্রহী। বাইরুতের ঘটনায় শাকিরার কথা মনে করিয়ে দিচ্ছে এমন আচরণ। কিছু বলার নেই।”
অবশ্য প্রিয়াঙ্কার হিসেবে কিছুটা দেরিতেই কৃষক আন্দোলনের বিষয়টি নজরে এসেছে মিয়া খলিফার। গত ডিসেম্বরেই সাবেক বিশ্বসুন্দরী টুইট করেছিলেন, “আমাদের কৃষকরা ভারতের খাদ্যযোদ্ধা। তাদের শঙ্কামুক্ত রাখতে হবে। আশা পূরণ করতে হবে। উঠতি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই সমস্যা দেরি না করে দ্রুত সমাধান নিশ্চিত করা প্রয়োজন।” অবশ্য এরপর সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে তিনি আর কোনো মন্তব্য করেননি। আর এ জন্যই প্রিয়াঙ্কার নীরবতায় প্রশ্ন তুলেছেন মিয়া খলিফা।