মিজানুর রহমান,বিশেষ প্রতিনিধি:
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুর পর প্রতিক্রিয়া জানানোর সময় তাঁর ভাই রতন জামান গণমাধ্যমকে বলেছিলেন, “মৃত্যুর আগে এ টি এম শামসুজ্জামান কিছু নির্দেশনা দিয়েছিলেন। তিনি যে ঘরে থাকতেন, সে ঘরে ছিলো তাঁর বিভিন্ন পদক, সনদ, সম্মাননা ক্রেস্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এসব জিনিসপত্র বস্তাবন্দী করে ফেলে দিতে বলেছিলেন। আমি যেখানে থাকবো না, সেখানে এসব রেখে লাভ কি! তবে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা তাঁর একটি ছবি রাখা হয়। হয়তো, ভাই বুঝতে পেরেছিলেন, তিনি শিগগিরই আমাদের ছেড়ে চলে যাবেন।”
চাচার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এ টি এমের মেয়ে কোয়েল আহমেদ। তিনি জানালেন, মৃত্যুর আগে বাবা এমন কিছু বলে যাননি। তিনি বলেন, “চাচা সম্পূর্ণ ভুল বক্তব্য দিয়েছেন। চলচ্চিত্রে বাবা অনেক পুরস্কার, সম্মাননা পেয়েছেন। সেগুলো তাঁর অর্জন। অর্জন কেউ ফেলে দিতে বলে না।”
তিনি আরো বলেন, “আমার বাবা শিল্পকে অনেক ভালোবাসতেন। এ ধরনের কোনো কিছু আমরা কখনোই নিতে পারব না। তিনি সারাজীবন শিল্পকে ভালোবেসে কাজ করেছেন, টাকার জন্য করেননি। তাঁর মৃত্যুর পর এ ধরনের কথা আমরা মেনে নিতে পারব না।”
প্রসঙ্গত, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে না ফেরার দেশে পাড়ি জমান একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এ টি এম শামসুজ্জামান।