জুড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ অজয় আটক
মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সাগরনাল এলাকা থেকে গাঁজাসহ একজনকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীর নির্দেশনায় এস আই জাকির হোসেনের নেতৃত্বে, একদল পুলিশ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) রাত ৯টায় সাগরনাল চা বাগান এলাকায় অভিযান চালিয়ে অজয়কে গাঁজাসহ হাতেনাতে আটক করে। অজয় উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগান বড় লাইন এলাকার বাসিন্দা মৃত রামধরছ রবিদাসের পুত্র।
এব্যাপারে জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী অজয় কে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। আজ সকালেই তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।